(গীতিকাব্য)


সৃষ্টি সুখের ঐ'সে উল্লাসে
রইলে তব  ম হা ন বেসে।
  
সেই  উল্লাসে  অ-ট্ট হেসে
দি বা  রা-ত্র  সন্ধি  ক ষে।


তিরস্কারে-র ফুলকি বেসে
ছড়াও ঘৃ ণা  প্রলয়  বেসে।
  
মহা-বিশ্বের - মহা-বিস্ময়
নাড়ছো  তুমি হেসে হেসে।
  
না মানিলে তো মা র প্রথা
আন্ মনে-ই নাড়-ছো যথা।
  
মাঙ্গছি মা ফি তোমা-দ্বারে 
আমি-ও তো রই-যে সেথা।
  
নাও তুলে নাও ঐ নারাজি
ক্ষ মো মোদের ওজরে-তে।

রহমান ঐ নামের নি শা ন
উড়া-ও  তব জ গ ৎ জুড়ে।
         ******