হতে  পা রি নি  ঐ" রবি  ঠাকুরের  ম ত‌  কবি
আর কাজী নজরুলের মত  বিদ্রোহী সে'ই  বাণ,
তবুও, তবুও  দেখিয়া  এ জনমের কাবাব খানা
উথলি  জাগিয়া  উঠে   বি দ্রো হে  মো র  প্রাণ।


তাহাতে-ই পড়ে মোর  এ মনে  যত  শত বাজ
এ  নহে  পশু   গো শ তে র  ঐ  কাবাব  খানা,
সদা-ই  রা জ প থে র ঐ  জ্বলন্ত  শ্মশান  ঘাট
চলিতেছে  মানুষ  পোড়ানো  অ-মানুষের কাজ।


কত, কত  শত যন্ত্রণায় স্বাধীন আনিলো  বীরে
সেই, সেই সে কথা  কেহ  রাখে না তব  শিড়ে,
মানুষে, মানুষ পোড়ায়ে যে ওরা সাজে ভগবান
কে,  কে  ঐ  ভ গ বা ন   সাব-ধান  সাব-ধান।


 করিতেছ উৎসব পুড়াইতেছ  অ-মানুষে  মানুষ
থাকিতে, থাকিতে সময় ম নে  জাগাও তব হুস,
তানাহলে  ভগবানকেও  মোরা দিতে জানি ঢুস
জ্বা লি য়ে  পুড়িয়ে  মোরাও  করিবো তবে তুষ।


সেই তুষ উড়িয়ে মোরাও মাতিবো নব উৎসবে
ঘুরিয়া  ফিরিয়া  জল  স্থল  যত  নীড় ও তীরে,
ভাঙ্গিবো স্বার্থপর  ঐ স্বাধীনতা আবারো  বীরে
রহিতে নারি  এ ম ন  স্বপরাধীন  ঐ  নড়নীড়ে।
                    ******