গীতি কবিতা
ডেকো না, না মোরে আর
       পিছু ডেকোনা।

সেধনা  বি ষা দে  মোরে
        ওই বেদনা।
  
সহিতে পারিনা ঐ যাতনা  
     করো মোরে ত্রাণ।


বিষাদে বিষাদে এই দেহমন
            মোর প্লান।
  
এ কেমন ব্যতীথ্য  বে দ ন
         আছে যত যা।
  
সকলি ঢালিছে সবে মোরিই
           দ্বারেই তা।
  
জনমও ধরে বল কে এত
       সহিতে পারে।
  
সদাই হীনো মনা কেন হে
      এই ভবো তরঙ্গ।।
  
দেখিতে চাই না আর ঐ নিরস
         নড় পিচাশি রঙ্গ।
            
ডেকো না, না মোরে আর
        পিছু ডেকোনা।
              ******