___কাটা ঘায়ে নুনের ছিটা
ছিটায়   কত্ত______জন,
মনের দামে মন পাইলাম না
_____ কানাইর মনে রঙ।


___রঙে ঢঙে চলে কানাই
সখি গনে  আ মা য়  জানায়,
সে  তো নহে আমায় মানায়
_______ওই চাতকি ঢং।


চাতক  যে  ঐ  প্রেমের মরা
___ঝরা স্বপ্নের ঐ  ইশারা,
___দিল না প্রেম কভু ধরা
বইছে___বুকে ঝড়ের খড়া।


___ রঙে ঢঙে  আদি অন্ত
হয়না   কানাই  মনের  মত,
____মন কারিয়া  ষড়যন্ত্র
কুহকিনি     চা লা য়    মন্ত্র।


__তবু  মনে  প্রেমের নেশা
ভাব  তরঙ্গে   ভাঙ্গে   আশা,
____মিথ্যা আশে সর্বনাশ
করছি  ভবে ___নরকবাস।
            ******