পুরুষ  জনম __অনন্তকাল করবে শুধুই কর্ম
পরের ভালো করাই যেন পুরুষ __জনম ধর্ম,
ভালো-মন্দে কি আসে যায় সবার কাছে ঋণ
__ সেই ঋণ শোধ করিতেই সাঙ্গ হবে দিন।


নিজের স্বপ্নে চোখ ঝাপসা__পরের স্বপ্ন ক্লিন
পরোপকার করতে করতে___দেহ হবে ক্ষীণ,
বুঝেনা কেউ পুরুষের মন _জনম জনম ভরে
দ্বিধাদ্বন্দে___আপন জনেও ছল-চাতুরী করে।


দুখের __সাথে করে লড়াই দেখা সুখের স্বপ্ন
নাইতো জানা আসবে কবে __ঐ সে শুভলগ্ন,
ঘাটে ঘাটে দিন ফুরাইয়া__শেষে বিবেক হীন
ছাড়বেনা ঐ সংসার জ্বালে বাজিলেও শেষ বিন।


__ ওই বিনেতে পাগল পারা দিসেহারা মন
ছাড়তে হবে ভবো বাড়ি অতি ___প্রিয় জন,
আপন  আপন বইলা সবে কইরা__সর্বনাশ
তারাই তখন লাশ বলিয়া কাটে  ঝড়ের বাঁশ।


__বাঁশের সাথে মাটি চাপা হবে যখন কবর
আপন বলে কেউ কোন দিন আর নিবে না খবর,
ভবো জ্বালে __রয়নি মনে কে দিয়েছে জান
___পুরুষেরে করো ক্ষমা খোদা মেহেরবান।
                   ******