যেমন  খু শি  তেমন  সাজো
সে যে  নি য় তি র  ঐ খেলা,
সকাল  বে লা  বাদশা  যেন
ফ কি র____সন্ধে   বেলা।


এই-তো   হল  নিয়ম  নীতি
কি  যে  হবে   শে ষে   গতি,
পাল্টে   যাবে__রাতা-রাতি
ভাগ্যের ফেরে  গোলক মতি।


দিন থাকিতে  যেনো  খোকা
দিলে  ধোকা  বনবে  বোকা,
ফুরালে দিন  আর আসবেনা
ভবের  ভেলা  আর  ভাসেনা।


রঙ্গ-শালার  নি ভ লে  বাতি
দেখবে  তুমি  তিমির  রাতি,
জ্বালবেনা  কেউ তখন বাতি
হবে  না  কেউ  তখন  সাথী।


এলেম  আমল  না  থাকিলে
মিলবে না  ওই পথের  গতি,
সাথী তখন  বনবে না  কেউ 
জানলে  যারে  আপন  অতি।
             ******