গীতি কবিতা
ম নে র   মাঝে  রঙ্গ  রসে
করছ  খেলা  সুখের সাজে,
ফুটছে কুসুম  হৃদয়  মাঝে
ভাসছে যে  মন  স্বপ্ন রাজে।


বন্ধু  শ ত   মি ল ছে  কত
রঙ্গ শালার  র ঙি ন  সাজে,
সাঙ্গ  নাহি   হতে-ই  খেলা
ছা ড় তে  হবে   রঙ্গ  শালা।


জান থাকিতে-ও জ্যান্ত মরা
অঙ্গে তোমার জাগবে সাড়া,
রঙ্গ  শা লা র   বন্ধুরা  সব
আর  তো  নাহি  দিবে ধরা।


কাঠ পুড়িয়া য খ ন  কয়লা
আপন জনে-ই ভাবে ময়লা,
সর্ব  জনের  হে লা   ফেলা
নিজে নিজেই দেখবে খেলা।


সেই খেলাতে জিততে নারি
শেষ খেলাতে যাইবে  হারি,
স্বজন   স খা   বন্ধু   ছা ড়ি
পৌছবে  তুমি  যমের  বাড়ি।


তাই-তো  বলি  তাড়া-তাড়ি
হিসাব মিলাও পাড়ের  কড়ি
নয়তো  যে ন  বিষের  বেড়ি
চিনে নিবে-ই  ন তু ন  বাড়ি।
           ******