আচ্ছা বলতে পারবে, এমন কেন হয় ?
প্রাণ ভরে না কেনো দেখে  তোমায় ।
আচ্ছা বলতে পারবে, কেন এমন দিন ?
তোমায় ছাড়া কাটানো কেন এত কঠিন ?


তুমি আমার হয়েও আমার নও কেনো ?
কেনো তোমায় পেয়েও, পেলাম না যেনো ।
কেনো এই লুকোচুরি, কেনো এই দূরত্ব,
কেনো তুমি হলে না মোর সমস্ত মুহূর্ত ?


কবিতায় থাকো তুমি,থাকো মোর মনে ,
তোমায় পেয়ে সুখ কত, এই এক জীবনে ।


কিন্তু হায় সে সুখ যে আমার নাই ।
আমি যে কোনো ম্যাজিকে তোমায় পাই।


আমার জানা নাই।