আমি একটা রাজকন্যা কে
দেখতাম, চাইতাম,
সবাই যেমন বলে,
স্বপ্নে দেখা রাজকন্যা, তেমনই!
তবে সে অনেক সুন্দর না হলেও
তার একটা সুন্দর মন আছে,
আছে এক অপূর্ব দৃষ্টির মায়া
সে আমার হবে না জেনেও,
আমি চেয়েছি তার ছায়া ।


হোক না সে যেমনই, সে
আমার গল্পের সেই কন্যা
যাকে আমি না ছুঁলেও
যাকে আমি না পেলেও
সে আমার ই অনন্যা ।


সে জুড়ে আছে কল্পনাতে,
তার সাথে আমার ঘর
উড়িয়ে নিয়ে যায় এক
পলকে তাকে , তেপান্তর
তার সাথে হাসি তার সাথে ভাসি
তার কাছে ধরি বেদনা যতো,
তাকে ভালোবাসি আমি অনবরত
দিন হোক বা রাত সে আমার
আমি তার , তার দরবার
আমার সৈন্য, হাতের ছোঁয়ায়
হয় মগ্ন, সে আমার স্বপ্ন,
তার হাতে মরি বারবার ।
তার কাছে এসে শান্তি পায়
দুদণ্ড, ভেঙ্গে যায় মোর অহংকার ।