দিন গেছে একেলা, নীরব অন্ধকারে,
হৃদয় জুড়ে ছিল কেবল ছায়ার বিস্তার।
স্বপ্নেরা খেলে যেত নিভৃত উঠোনে,
যেখানে তুমি ছিলে শুধু কল্পনার প্রতিচ্ছবি।
একেকটি সন্ধ্যে জ্বলে উঠত নিরুদ্দেশে—
আকাশের রেখায় রঙ তুলতেম আমি,
তোমার চাহনির মতো রঙহীন নীল,
যা শুধু মনে বাজে, চোখে নয়।
আকাশে পুষ্প ফুটত না,
তবু আমি গাঁথতেম মালা—
তোমার অদৃশ্য আগমনের আশায়
জমে যেত রঙিন আভাসের রাশি।
সময় গড়িয়েছে শব্দহীন, ঘড়ির কাঁটা যেন ক্লান্ত,
কোনো সাড়া নেই—
তবু হৃদয়ে একটি দরজা খোলা রাখতেম,
যেন হঠাৎ তুমি এসে দাঁড়াবে।
অবশেষে একদিন,
সকল রাস্তা যেন আঁকা বাঁকা ঘুরে
এক বিন্দুতে এসে জোটে—
তোমার দুটি চোখের নিস্তব্ধ অথচ গভীর সমুদ্রে।
সেই চোখে ছিল না কোনো প্রশ্ন,
কোনো কৈফিয়তও না—
তবু সমস্ত প্রতীক্ষা যেন
এক নিমিষে পরিণত হলো প্রাপ্তিতে।
আর আমি বুঝলাম,
বিরহ কখনও বৃথা যায় না—
তা রচে এমন এক মিলন,
যা ভাষাহীন, অথচ চিরন্তন।