তোমায় চেয়েছি দূর হতে শুধু,
নেই কোনো দাবি, নেই কোনো রুধি।
তবু প্রতিটি নিশীথে চুপি চুপি
তোমার ছায়ায় আমার হৃদয় জুড়ি।

বলিনি কিছু, বলব না আর,
তোমার নাম ধরে ডাকেনি পাগল।
তবু মন জানে— প্রতিটি নিঃশ্বাসে
তুমি ছিলে, তুমি আছো, অনল।

বাঁধিনি বকুলের মালা হাতে,
তোমার পথ চেয়ে থাকিনি দ্বার পাতে—
তবু প্রতিটি প্রহরে, ভাবনায় আমার,
তুমি আসো আলোছায়ার আভাতে।

এক চিলতে ধোঁয়াটে ভোরের আলো
যেমন জানালায় এসে ছুঁয়ে যায়,
তেমন করেই তুমি এলে—
কোনো কারণ নেই, তবু হৃদয় চায়।

নেই কোনো চিঠি, নেই স্মৃতির জাহাজ,
তবু মনের গভীরে হিমশীতল রাগ।
যেন অশ্রুবিন্দুতে গাঁথা নির্জন বেণু,
তোমার সুরে বাজে সে অনুরাগ।

তোমার চোখের ভাষা পড়িনি কভু,
তবু কষ্ট পেলে কেঁদে উঠি আমি।
কারা জানে কেন— সেই অকারণেই
জন্মজন্ম ধরে বয়ে চলি তোমারি নামি।