তোমার পায়ের ধুলায় মিশে
হারিয়ে যেতে চায় এ প্রাণ,
বুকের গহীনে জমে থাকা
সকল প্রশ্ন পায় অবসান।
নয়নের জল যদি পড়ে
তোমার পথের ধারে,
জানো না তুমি—সে কি শুধু
ব্যথার নীরব অভিসারে?
বলো না কিছু, থাকো চুপিচুপি
তব তীক্ষ্ণ নীরবতা ভাসে,
সেইতেই জাগে চিরন্তন আশা—
তুমি একবার শুধু ভালোবেসে হাসো।
আকাশের দিকে চেয়ে থেকে
যেমন কৃষক চায় বৃষ্টি,
তেমনই চায় হৃদয়খানি
তোমার ছোঁয়া, স্নিগ্ধ দৃষ্টি।
এ জীবন যতটুকু বাকি
রাখি তা তব করুণা-পাশে,
শুধু থাকো তুমি—আমার অন্তর
তোমার চরণে নত হয়ে হাসে।