স্নিগ্ধ দু'চোখ ভরে স্বপ্ন এঁকে দেব,
মেঘ কালো হয়ে যদি বৃষ্টি নামে,
দুজনেতে ভিজবো।
রিমঝিম বৃষ্টির স্পর্শে
গাছের ঐ ছোট্ট কদমটা
মুচকি হেসে মোদের দেখবে,
আর আমরা দুজনে তাকাবো সেই রাতের আকাশে।
কাশফুলের শুভ্রতা ছড়িয়ে দেব
আকাশে বাতাসে আর শত কোটি স্পর্শে,
সন্ধ্যার লগ্নে গোধুলীর আবছা আলোয় সাদা শুভ্র কাশফুলের মাঝে তোমায় দেখবো দু-চোখ ভরে।
জোনাকি,
শতকোটি তারার মাঝেও জ্বেলে দাও তোমার আলো,
টুকরো কিছু বাক্যে হয়ে যাই এলোমেলো,
আজ না হয় বাসি তোমায় একটু ভালো।।