নিশ্চুপ পৃথিবীর বুকে
আতঙ্কের ছবি এঁকে দিল কে!
নির্জন পথে ব‍্যস্ততার দৌড় নেই
প্রকৃতি ব‍্যাথিত মানুষেরই জন‍্য।


লম্বা ছুটিতে ফুরসত মিলেছে
তবুও দামাল ছেলের দল,
দাপিয়ে বেড়ায় না ব‍্যস্ত দুপুর
সঙ্গীহীন একাকী কাটায়
মুরগির বদ্ধ জীবন।


প্রতিবেশীর কান্না বাতাসে ভেসে বেড়ায়
মারণ রোগের আশঙ্কায়-
আবার কেউ বা হারিয়েছে
চেনা মুখ, দূরের স্বজনই
ভাইরাসে সংক্রামিত অবনমিত বেদনায়।


লক ডাউনে সমস্ত কাজ হয়েছে বন্ধ
পরিস্থিতি সামাল দিতে
----জরুরি পরিষেবা অন্ধ।
নিরাপত্তাহীন ডাক্তারেরা ক্রমশ
সুস্থ জীবন দিতে চেষ্টা চালায় অনর্গল।


অন্ধকার সময়ে ব্লাক মার্কেটের হুজ্জুতি
ভুল ধারণায় মানুষ,
                    সংগ্রহ করতে চায় বেশি।
স্বপ্নের নগরী আজ অবহেলিত মৃতের স্তুপে
বারুদের গন্ধ ভেসে আসে বিশুস্ক বাতাসে।


মানব না পরাভব
তবু মেনে নিতে হয়,
বারেবারে ওঠে জীবাণুদের রব
তবু মানুষ কেন নয় সাবধানী?


মানুষ যখন গৃহবন্দী
পশু-পাখিরা খবর নিয়ে যায় বারবার
প্রকৃতির ক্রন্দন মানুষের সংস্পর্শ ছাড়া
দূষণ তো মানবসৃষ্ট, তবুও যুগে যুগে
পৃথিবী সৃষ্টি হয়নি মানব-মানবী ছাড়া।


হবে আমাদের জয়, শুনব উল্লাসী আর্তনাদ
সামান্য জীবাণুর কাছে মানব না পরাজয়
আবার আমরা একজোট হয়ে,
                   ফিরব প্রকৃতির বুকে।
যুগে যুগে ঋণী------
        মানুষ-মানুষেরই কাছে
প্রকৃতির সান্নিধ্যে।