আমরা কেবল ছুটে যাই তারই কাছে
যে সারাজীবন থাকবে বলে আসিনি!
দিনের শেষে ডেরায় ভালো লাগেনা আর,
ক্লান্তির ঘুমটাও কোনো নরম আদর
চেয়ে বসে- কত কথা হয়ে যায় স্বপ্নে।
আশ্রয় ছাড়া কেউই নেই; শুধু অসুখ
হৃদয় ছুঁতে না পারার-লালরঙা ডিপি,
মনভাঙা স্ট্যাটাস, নীলচে শাড়িতে গ‍্যালারি
উপচে পড়ে, অহেতুক বর্ষা নামে ছাতার তলায়
পাল্টে যায় রিংটোন; শেষটুকু সুখ বাষ্প হয়ে
ডানা মেলে- আভরণ খুলে ভাসতে থাকি
মনের দোষে পিছু ডেকে যায় যেনো কারা
এভাবে ভাবিনি নিজেকে তুই ছাড়া!