কি জানি কিসে যেন
কেন এত মোর ভয়,
সকল সুখ লুটিয়া যাইবে
ভেবেই সংশয়...!
কতখানি তব আঘাত
পারিব করিতে সহ্য,
পাপ যেন মোর আকাশ সমান
অবলোকনে হারিয়ে ফেলি ধৈর্য...!
কতবার ফিরিয়েছি নিজেকে
অকল্যাণের সেই রাস্তা হতে,
শেষে আষ্টেপৃষ্ঠে আবার ধরে
ঐ শয়তানি ঢং বেশে...।
জানি মোর দুঃখের কথা
কেহ শুনিবে না কোনদিন,
কেবল আত্মকথনে রহিছে সদা
মোর অন্তর পোড়া জমিন...।
ওরে বিজ্ঞ, ওরে জ্ঞানী শেষ করে আয়
ছেড়ে সকল পাপের পথ,
ধন-দৌলত লাগিবে না কিছুই
হতে জ্বলের মতই সৎ...।
বেহায়াপনায় লিপ্ত সদা
তাতে করিস যত অহংকার,
কথায় কথায় সনদ প্রদানে বলিস
এটাই তো পথ মর্যাদার...!
ওরে বুদ্ধিজীবী, ওরে শিক্ষিত
আজ মূর্খ বলিস যাদের,
আফসোস করে বলবি সেদিন
মূল্য বুঝবি তাদের...।
কাঁদিবি তুই কাঁদিবি অবিরাম
প্রায়শ্চিত্ত কে কাছে টেনে,
ভয় যেন আবার না পাস বন্ধু
ওপারে যাওয়ার ডাক শুনে...!