প্রায় সব চোখে আজ দৃষ্টিভ্রম,
জোনাকিরা দল বেঁধে আলো দেয় না,
তারা চোখে ধুলো দেয়—
যেন এই শহর ভুলে যায়
কে খুনি, কে খুন!

অমাবস্যা নয়,
আসলে শহরটাই মরে গেছে—
এখন শুধু কুয়াশা পড়ে না,
পড়ে শুভ্র পোশাকে ছদ্মবেশী অন্ধকার।
---------------------------------------
রচনা: ১৩/৭/২০২৫, চট্টগ্রাম।