কী যে ঝড় উঠেছিল বুকের পাঁজরে,
কেউ তা দেখেনি, কেউ তা দেখেনি।
ঝড়ের আঘাত লাগে সমস্ত শরীরে,
হঠাৎ দু'জোড়া চোখ হয়ে যায় অন্ধ;
আহা কী অন্ধত্বে কাটে সোনালি সময়!


কোন একদিন পেয়ে যাও চাতকের ডাক।
জানি না, তোমার অন্ধত্ব ঘুচেছিল কিনা;
ভোরের আলো-আঁধারি বিরহী সময়ে
পাড়ি দিতে দেখেছি তোমাকে চাতকের দেশে।


আমার অন্ধ চোখে এখনও দেখি-
তোমার দু'হাত-ক্যানভাসে আঁকা ছিল
এক জীবনের পালতোলা ছবি।


একপথে যেতে-যেতে হঠাৎ দু'পথে;
এখন কেমন আছো, জানি না, জানি না।
ফেলে-আসা দিনলিপি গোপনে-গোপনে
তোমার বিজ্ঞ চোখে দেখ কি তুমি?


যেমন অন্ধ ছিলাম দু'জন-দু'জনে,
বলি কি তোমাকে- চলো অনুভবে অন্ধ থাকি;
বাকিটা জীবন দহনে-দহনে ভালবাসা খুঁজি;
চলো, একসাথে খুঁজি- ফেলে-আসা দিনলিপি।
------------------------------------
রচনা: ২৮/৪/২০২০ ইং, চট্টগ্রাম।