নিরুদের বাঁশি যখন থামবে,
দেখা যাবে মানুষগুলো কবরের ভেতর
কিংবা পুরো দেশ দেখবে শ্মশানের আগুন।
যারা বেঁচে থাকবে, তারা হয়ে যাবে উম্মাদ।


নিরু দা, বাঁশি তোমার থামাও,
হাতে তুলে নাও ঢোল আর খঞ্জনি,
পাড়ায়-পাড়ায় জানিয়ে দাও সতর্কবাণী।
তোমার সুরের আভিজাত্য রাখো,
করোনায় আজ অসহায় নাগরিক।


নিরু দা, দেখ বাজারের হাল;
সেখানে যদি আগুন লাগে, পাবে জীবিত কঙ্কাল।
অসভ্য যারা খুবলে খায় অসহায় মানুষের রস,
তাদেরকে তুমি দিয়ে দাও মৃত্যুর আদেশ।


প্রয়োজনে করে দাও ঘরে-ঘরে লকডাউন,
তবে, ট্রুডোর কথাগুলো শুনে নাও।
যদি এবার বেঁচে থাকি নিরু দা,
আবার শুনবো বাঁশির মোহিত সুর।
আপাতত থামাও তোমার ডাকাতিয়া বাঁশি।
--------------------------------------
রচনা: ২১/০৩/২০২০ ইং, চট্টগ্রাম।