আমি ছিলাম ঠিক ঘটনা দিগন্তে।
যদি তুমি কৃষ্ণবিবর হতে,
আমি ঢুকে যেতাম তোমার অনন্ত গভীরে।
কিন্তু, তুমি না-হতে পেরেছ শ্বেতবিবর,
না-হতে পেরেছ কৃষ্ণবিবর।
এখন দু'জন যেন দু'টি প্যারালাল ইউনিভার্স।
পাশাপাশি থাকছি, খাচ্ছিদাচ্ছি, ঘুরছি;
কিন্তু, কী অসীম নিঃসঙ্গতা!
----------------------------------------------
রচনা: ১৫/০৬/২০২৫, চট্টগ্রাম।