অপেক্ষার রংতুলিতে ধৈর্য রঙিন হয়
অদ্ভুদভাবে,
নিংড়ে নেয়া বিশ্বাস,
আর রক্তাক্ত চোখ।


হৃদয় কে মুচরে,
ভালোবাসার আত্মপ্রকাশ,
আর বিরহের বিশ নিশ্বাস।


আশার হাত ধরে,
নিছক এগিয়ে যাওয়া।
কাটা ভরা রাস্তায়,
আর
হোঁচট খেয়ে ক্ষত বিক্ষত স্মৃতি।


বিষাদ রজনী কেটে যায়,
চোখের জল কে সঙ্গে নিয়ে।


সহ্য নামের জীবটাকে,
পায়ের তলায় পিশে,
যন্ত্রণা যখন আত্মপ্রকাশ করে,


তখন মনে হয়,
অকারণে ই জীবন নামের নদীটাতে আত্মহত্যা করেকরেছিলাম।