আমার ছেলেমানুষিতে মন ভরেনি,
তোর চাই গাম্ভীর্য।
তেজ সূর্য-সম দৃষ্টি,
হোক সে আর্য বা অনার্য।


আমি তোর গ্রামেই থাকি,
রোজ দুবেলা যাই সরষে ক্ষেতে,
গাম্ভীর্য ভরা চোখে
দেখতে চাই সেই হলুদ সমুদ্রকে,
ধ্যাত!
সৌন্দর্য ই নষ্ট হয় আস্তে আস্তে ।


তুই চেয়েছিলি শক্ত শরীর, লৌহ সম ব্যক্তিত্ব,
কন্ঠ হবে যার গম্ভীর,
হোক সে হৃদয় রিক্ত ।


সেই ব্যক্তিত্বে ভালোবাসতে যাই,
ওই দুরের শিশুদের কে,
এক ডাকে যারা থাকত ঘিরে,
হাজার ডাকেও চায় না ফিরে! !


তোর প্রেমের আকন্ঠ লোভেও,
হয়ে উঠতে পারেনি আজ ও
নিখুঁত "তোর আমি "।


বিকৃত ছেলেমানুষি আমার,
তাই নাকি তুই ভালবাসতে পারিসনি,
ভুল,
তুই তো ভালবাসতে চাস ই নি।


লৌহ কঠোর ব্যক্তিত্ব নয়,
ভালোবাসতে তাও আজ ও জানি,
তেজ সম দৃষ্টি নেই,
মমতা আমার আজও দামী ।


"তোর আমি " নাইবা হলাম,
তোকে আমি নাইবা পেলাম,


ক্ষতি কী?
তাতে কিছু হারাব কি?


ভালবাসি হয়ে উঠতে,
আজও নিখুঁত
"আমার আমি "।