আজব নাম ভালবাসা,
কেউ বা বলে নেকামোই নাকি,
কারোর আবার ছোট্ট আশা ।


কেউ বা এতে শর্ত জোরে,
কেউ বা আবার শরীর লোভে,
কেউ বা বলে,
চাইনা কিছুই, কি হবে আর
শুধু প্রেম করে?


ভালবাসা,
নেই যাতে কোনও স্বার্থ,
নেই কোন গুপ্ত চাওয়া ।
তাইকি?
রোজ রাতে যে আজ ও দেখি,
এতেই লুকিয়ে হাজার পাওয়া ।


আমি তো চাইনি কিছুই,
ভালোবাসতে একটু শুধুই,
বৃষ্টি রাতে বন্ধ চোখে
তোর বুকেই মুখটি রেখে ।


তাইকি পাইনি তোকে?
ক্ষতি কি?
রাধা তো চায় সবাই হতে,
কজন আর পারে বল,
আমরা মত ই মীরা হতে?