সময়  আমার থমকে দাড়ায় ব্যস্ত নদীর তটে,
তোর ই মত  আলো কিছু  আটকে রয়েছে বটে ।
হাতরে গিয়ে ও নগ্ন দুহাত রক্তে ভরা বুক,
চাইনা যে আর, থাক দুরে তুই,
সইবে না তোর মুখ ।
থাক দুরে তবু আছিস কাছে,
হৃদয় জুড়ে বসে,
কাছে থাকার দূরত্বে মোর
মৃত্যু হবে শেষে ।