আমি যে দেশের নাগরিক
আজ তার জন্মদিন
কাঁটাতার দিয়ে ঘেরা, হুকুমের অপেক্ষায় আগ্নেয়াস্ত্র
বোধহয় প্রত্যেকের জন্মদিন হয়
কেউ জানে, কেউ জানে না
কখনও মূল্যবান, কখনও মূল্যহীন ।


যাদের দেশ আছে, নিয়ম আছে
গাণিতিক সূত্র জানা আছে
তাদের জন্মদিন আছে, আছে উৎসব
তারপর লাল, কালো, সাদা কত দেশ
তাদেরও জন্মদিন আছে


যদি উপড়ে দিই সব কাঁটাতার, ভেদাভেদ
মাটির গন্ধে মিলেমিশে মা
মা হয়ে যায় মানুষ
তখন জন্মদিন বিশ্বের, আমার, তোমার, সবার
তাই আজও দেখতে পাই
আমার জন্মদিন পৃথিবীর জন্মদিনে এক হয়ে আছে ।


(আজ প্রিয় কবির পঞ্চাশতম জন্মদিন। এই শুভদিনে অনেক অনেক ভালোবাসা জানাই। সাগ্নিক)