বৃষ্টিতে ভেজে দেহ, বুক জুড়ে দারিদ্র্য
তবু হাঁটে মহামিছিলের মহানেরা, ওরা নাচে ওরা বিনিদ্র!


ভালোবাসে ওরা আন্দোলন, প্রিয় নেতা নেত্রী
সময় বয়ে যায় একই স্রোতে, ওরা বঞ্চিত যাত্রী..


ওরা ডুবে যায় কালের স্রোতে, বদলায় পতাকার রং
আঁধার ঘুচে আলোর সন্ধান, পাবে কি মহামিছিলের সং!