আমি তোমায় কষ্ট দিইনি
মিথ্যা বলিনি অজান্তে
চমক দেখানোর কোনও ক্ষমতা আমার নেই
কেন চমকে ওঠো তুমি !


প্রত্যাশা ছিল না কোনদিন
রাতের তারারা সব জানে
জ্যোৎস্না বোঝে আমায়
কেন অবুঝ হও তুমি !


ঐ যে ছোটনদী
বটগাছ, রেল লাইন, নিস্তব্ধ পথ, মা
সবাই দেখেছে আমার খুশি
কেন খুশি হলে না তুমি !


একদিন যুদ্ধ যুদ্ধ খেলা থেমে যাবে
গোলাপ, বেলি, টগর, রজনীগন্ধায় ভরে যাবে মাটি
বৃষ্টির প্রতি ফোঁটায় ঝরে পড়বে তুমি


ফিরে এসো ভালোবাসা ...