মেয়েটি উচ্চ-মধ্যবিত্ত পরিবারের আধুনিকা বিদুষী
দেখতে খুব সুন্দর, স্মার্ট, হঠাৎ রেগে যায়
সে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ইংরাজিতে এম.এ পড়ছে
শেক্সপিয়র, শেলি, কিটস, নেরুদা, বায়রন আত্মস্থ করে
অনর্গল ইংরেজি বলে, ক্রিকেট ভালোবাসে
কাঁধ ঝাঁকিয়ে অভিব্যক্তি প্রকাশ করে
সে একা একা কাঁদে, সবার সাথে হাসে


মেয়েটি খুব ভালো ।


ছেলেটি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের উত্তর-আধুনিক শিক্ষিত পুত্র
দীর্ঘ দেহ, মিষ্টি হাসি, শান্ত মনের মানুষ
সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় এম.এ পড়ছে
পদাবলি, ভারতচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ আত্মস্থ করে
কবিতা লেখে, গান করে, ফুটবল ভালোবাসে
রাজপথে হাঁটতে হাঁটতে মানুষ দেখে
সে একা একা হাসে, সবার কথা শোনে


ছেলেটি খুব ভালো ।


বিপরীত ব্যক্তিত্বে আকর্ষণ হয় !
মেয়েটি চায় ছেলেটি আধুনিক হয়ে উঠুক
ছেলেটি ভাবে মেয়েটি তার মনের মতো হোক


নীরবে দু'জনে পরিবর্তিত হতে থাকে
হারায় নিজস্বতা


সময় বয়ে যায়
ভালোবাসা অন্য ঠিকানায়...