আমি ঈশ্বরের কাছে কিছু চাই নি
চেতনার শিখরে যে উপলব্ধি
আত্ম প্রতীক হয়ে ওঠে তাই দিয়েছি
আর অনেক আবেগ, নীরবতা।


সেই নারীর কাছেও কিছু চাই নি
নীল মনের কোণে যে ছাড়পত্র
রক্তক্ষরণ ঘটায় তাই দিয়েছি
আর আমার সংস্কার।


ঈশ্বর এবং নারী আমার নিঃসঙ্গতায়
বারবার প্রলয় ডেকে আনে
এর বেশি দেওয়ার ক্ষমতা ওদের নেই।


(এডমিনের অনুমতি নিয়ে নেটে ছড়িয়ে থাকা কবি সন্দীপ গোস্বামীর কবিতাগুলি কবিতাপ্রেমীদের জন্য এখানে সংরক্ষণ করা হচ্ছে । তাই আমার পক্ষ থেকে কবির নাম নিয়ে অন্য কোন কবির কবিতায় মন্তব্য করা উচিত নয় । আপনাদের আন্তরিক সহযোগিতা কাম্য । সাগ্নিক)