পলকহীন অসাবধানতায় ভেঙে গেল টেবিলের
সোনাঝরা কাঁচটি, ছিটকে পড়ল রাশি রাশি দ্যুতি
চারিদিকের প্রতিফলন আমায় পৌঁছে দিল
মহাশূন্যতার অস্তগামী প্রান্তে ।


ধোঁয়া চোখে মহাপ্রস্থানের মতো শান্ত প্রতিবিম্ব
আজানুলম্বিত বাহুর অহংকার ছুঁতে চায় অনেক কিছু
আরও চাওয়ার নিস্ফলতায় শক্ত গুড়ির মতো থমকে
গ্রীবা তুলে বেরিয়ে আসে জন্মবাতাস ।


আত্মমুক্তির মিউজিয়ামে ভেসে বেড়ায় কফিন
নীল আলোর স্পর্শমেখে নিশ্চুপ আমার পরিণত দেহ
মমি করে কাঁচের ফ্রেমে আটকে রাখা হবে নাকি !
বিন্দু বিন্দু জিজ্ঞাসার উত্তর আমি ছাড়া সবাই জানবে ।