মৃত্যু দ্বীপে আমি একা
চারিদিকে শত শত মৃতদেহ
একটু আগে ঘটল
প্রাকৃতিক বিপর্যয় - সবাই মৃত
আমার শ্ত্রু, মিত্র, আত্মীয় পরিজন
সবচেয়ে আপন কেউ


রাশি রাশি ধ্বংসস্তূপে
শুধু আমি...
বিকট শব্দ... কাতরানি... নিমেষে অখণ্ড নীরবতা
শেষে শুধুই আমি
চোখে জল নেই, বুকে নেই ভয়
মুখে কথা নেই


এত মৃত্যু ধ্বংসের মাঝে আমি আছি
সৃষ্টি আছে
আবার চাকা ঘোরানোর দায়িত্ব আমার
শুধু আমার ।