এক


নীরবতার শব্দে বেশ কাটত আমার সময়
স্টিলের জানালায় চেয়ে থাকতাম কংক্রিটের রাস্তায়
ইমারতের বুক চিরে রোদ আলোয় ঝলমল করত
আমার পথ ।


নারকেল পাতায় অপরাহ্ণ হারিয়ে যেতে
কখন জড়িয়ে ধরত রাত
নিঃসঙ্গতার অলীক ঘোমটায় ঘুমিয়ে পড়ত
আমার পাড়া ।


শীতের কুয়াশা ভেদ করে মোড়ের ছোট্ট বালব
হাজার আলোয় মাখিয়ে দিত অনন্ত প্রত্যাশা
কেন জানি না ! এই রাতকে আমি
আমার মতোই ভালোবাসি ।


দুই


রোজ শেষরাতে আকাশ আমার বিছানায়
তারাগুলি বুক ভরা আলো নিয়ে...
অন্ধকার ঘোচাতে নিজেরা আলোহীন
সাতরঙা চাদরটি মুচকি হাসে
বৃদ্ধ বালিশটি বুঝতে চায় না
আধুনিকতা কাকে বলে !
টেবিলে কাঁচ গেলাসটিতে চাঁদ এসে ঢোকে
সূর্যের থেকে ও আমায় বেশি ভালোবাসে ।


কাব্যগ্রন্থ - কবিতায় পঁচিশ বছর