আকাশে গোপন তারার স্নিগ্ধ আলোয় দেখেছিলাম
পূর্ব মুখে তোমার লাল আভা - জোনাকির চকিত বিচ্ছুরণ
আরও কত মনের আলোয় তোমায় শুধু তোমায়
ফরাসি নদীর স্পষ্ট অনুভবে দেখেছি সেই দিন
শ্যামলী, ভাবিনি তোমায় নিয়ে কবিতা লিখব


মাপা হাসি ঠোঁটে তুমি বলেছিলে
আমি তোমার আবিষ্কার !
প্রতিনিয়ত জমা প্রেম তৈরি করবে যে আকর্ষণ
তার নিস্তব্ধ আলিঙ্গন আমাকে করবে বন্দি


একটু একটু করে ঝরে পড়বে আশাতীত সাফল্য
তুমি গর্বিত চাহনিতে মাপবে আমায়
আমি কী বৃদ্ধি পেয়েছি
নাকি তোমার নিজস্বতায় আছি ।


কাব্যগ্রন্থ - আহত আগুনের কবিতা