জানতে চেয়েছি আকাশের দিকে তাকিয়ে
জানতে চেয়েছি তারাদের সাথে কথা বলে
জানতে চেয়েছি জ্যোৎস্নাভরা এই ফাগুনে
তুমি কেমন আছো !


শুনতে চেয়েছি দখিন বাতাসের অলৌকিক হাসিতে
শুনতে চেয়েছি মানুষের মিছিলে কান পেতে
শুনতে চেয়েছি হৃদপিণ্ডের নির্মম ক্রন্দনে
তুমি কেমন আছো !


দেখতে চেয়েছি প্রকৃতির বিচিত্র লীলায়, কবিতায়, সভ্যতায়
দেখতে চেয়েছি সুন্দরে, অসুন্দরে, ভালোবাসায়, সর্বত্র
দেখতে চেয়েছি তোমায় শুধু তোমায়
তুমি কেমন আছো !


নিশ্চয় আমার মতো ভালো নেই !