সে চলে গেল
কোথায় গেল, কেন গেল, কিছুই বুঝতে পারলাম না
কত খুঁজলাম স্মৃতিতে
তার জীবন্ত শিল্পকলায়, অপূর্ব সেই অপার্থিব দৃষ্টি
অনেক কথা লুকানো ছিল, পড়তে পারিনি
অনেক চেষ্টা করে জানতে পারিনি


গোপনীয়তার অন্ধকারে কী ভয়ানক যন্ত্রণা!
গৌরাঙ্গসেতু থেকে আছড়ে পড়ল ভাগীরথীর বুকে
নদী, তুমি কেন পাষাণ হয়ে থাকলে!
তুমিও কী মা নও!
শিল্পীকে কেন আত্মঘাতী হতে দিলে!


চারিদিকে ছড়িয়ে আছে
রং, তুলি, অসমাপ্ত ক্যানভাস
শিল্পীর হৃদয় মহাভোজে খেতে থাকে
মাংসাশী লোভী প্রাণীরা...


সে নেই...
নেই তার ভবিষ্যৎ...
পুরোহিত আউরাতে থাকে মিথ্যা শ্লোক...