সময়চক্রের উৎসারিত ধ্বনির মূর্ছনায়
দৈববাণী হোল সে এসেছে
জন্মান্তরে বিরহকাতর ব্যক্তিত্ব
শব্দহীন, দৃশ্যহীন, অলৌকিক...
সে কী শুধুই মানবী!
জনকলরবে অচেনাদের মিছিলে খোঁজা
অবিরাম সভ্য আলোয়
আর দূরত্বহীন শব্দে ।


মনশ্চক্ষের নীল আলোয় ভেসে ওঠে
সেই মুখ -
দীপ্তিময়, অসীম ক্লান্তির বলিরেখা
ঠোঁট জুড়ে ঐতিহাসিক হাসি
দীর্ঘ আড়ষ্টতার পর্দা খুলে
পদ্মকুঁড়ির মতো ছড়িয়ে পড়ে
যুগ-যুগান্তরের দৃষ্টি
সে চেয়ে আছে নিষ্পলক, অবিশ্রাম
আরও কতক্ষণ, কতকাল, সময়হীন...
অশান্ত লক্ষ মুহূর্তের প্রতিবিম্ব !