কংক্রিটের সেই রাত
আশঙ্কায় ছড়িয়ে যায় শৈশব স্মৃতি
ছাদে বেড়ে ওঠা ক্যাকটাসের মতো
সৃষ্টিকর্তাকে গ্রাস করে
অন্য গ্রহের শ্যাওলা
থেমে যায় সব লাইফ লাইন
কুঁকড়ে অণু হওয়া আমার দুনিয়া
আগুনের প্রেমে অশরীর
গঙ্গার বরফ জল কত তাপ কমায়
পরিতাপের থার্মোমিটার বুকে ঢেকে রাখি !


[কাব্যগ্রন্থ - কবিতায় পঁচিশ বছর]