একটি কবিতার জন্য
কুরুক্ষেত্রের সব শানিত অস্ত্রকে
এই বুকে জায়গা দিতে পারি
মুহুর্মুহু বজ্রপাতে খোলা ময়দানে
রক্তাক্ত শিলাবৃষ্টি মাথায় নিয়ে
হাজার নারীর কামনাকে উপেক্ষা করে
শুধু তোমাকেই জড়িয়ে ধরতে পারি


একটি কবিতার জন্য
তীব্র স্রোতের বিরুদ্ধে স্থির হয়ে
গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে পারি
জন্ম-জন্মান্তরের মায়া কাটিয়ে
নবজন্মের পূর্ণ চেতনায়
মানুষ মরণশীল কথাটি ভুলিয়ে
অমরত্ব পেয়ে যেতে পারি


একটি কবিতার জন্য
অতিসাধারণ হয়েও আমি
দ্বিতীয় ঈশ্বরের মর্যাদা পেতে পারি
শুধু একটি কবিতার জন্য!