আমার কবিতা যদি ভালো না লাগে
তবে চেয়ে থেকো মকবুল ফিদার পোরট্রেটে


সদর ছাড়িয়ে নিঃসঙ্গ পথের ছোট পাথর কণা
তুলে নিয়ে ছুঁড়ে দিও ওই সরোবরে
চেয়ে থেকো তরঙ্গের কিনারায় ।


তবু মনে থাকে অভিমান
গঙ্গার ওপার চিমনির সাদা দেখা কালো ধোঁয়ায়
চেয়ে থেকো শেষ বাঁশির শব্দে


লাল মাটির কৃষ্ণ চূড়ার সাথে পলাশের
নির্ঝর সীমাহীন গন্ধে
চেয়ে থেকো শেষ বিকালে ।


তবু জেনে রেখ
আমি কবিতা লিখি না - কবিতা আমাকে লেখে ।


( কাব্যগ্রন্থ - কবিতায় পঁচিশ বছর )