মরণের পরে জীবনের তরে
কি রেখে গেলি বল!
তোর লাগি কি হৃদয় কারোর
করছে ছলছল!


প্রকৃতির কি বন্ধ বাতাস
অগ্নির দাবানল
মরণের পর হচ্ছে কি দেশে
ভয়ানক কোলাহল!


প্রকৃতির সব সুন্দরে ভোগী তুই
ক্ষণিকের অধিকারে
সময়ের শেষে ফিরাচ্ছিস কেন
বসুমতীর মালিকেরে!


ভক্তি তোর ছিল নাকো
শুধুই অহংকার
মৃত্যুতে প্রমাণ হল
তুই হাতের পুতুল কার!


যেমন নাচায় তেমনি নাচিস
ভাবতিস সব তোর
এখন নিশ্চয় কেটেছে ওরে
মিথ্যা স্বপ্নের ঘোর।


রচনা-১৯৮৪
সন্দীপ গোস্বামী, নবদ্বীপ, ভারতবর্ষ