আহা ! কি মরি মরি
সোনার বরণ মুখখানি,
আলসে চোখে ফাগুন দেখায়
অন্তঝরা তাঁর রুপম হাসি;
ফুটে উঠে সকাল- সন্ধ্যা
মনের বাগান প্রান্ত জুড়ে,
ছড়ায় তাঁর আনন্দ বাহার
আপন ভুবনে; প্রেমের সুরে ।
রঙিন ছবির আলপনাতে
জীবন নায়ের প্রতিচ্ছবি,
তাঁকে ঘিরে পাই আমার
বসন্তের উজাড় ভূমি ।
আহা ! কি মরি মরি
হারিয়ে যাই কণ্ঠ সুরে,
অজস্র গানের ভেলায় চরে
তাঁর রসের সুর ভেঙ্গে পড়ে
আমার হৃদয় ছিন্ন- বিদন্ন করে ।