মধু-চন্দন ও মল্লিকা কাননে
গোলাপ রজনী ফুঁটে
দিবারাত্র নিশিত অঙ্গনে,
গন্ধে গন্ধে সুরভিত হয় ভুবন
অজস্র পুষ্পের প্লাবণে।


শিউলি মালতি সাঁজিয়ে রাখে
সুন্দরী বাঁসরের ঘর ,
গাঁদা-জবা পরশে অঞ্জিত হয়
এই সারা বিশ্বময়।


শিমুল-পলাশে রঞ্জিত হয় আঙ্গিনা
কৃষ্ণচূড়ার পল্লব সুধা রঙ্গনে ,
চম্পা-বকুলের গন্ধে রসিত
সারা গগণময়ের পবন।


মুগ্ধ হই সেই বিচিত্র বিধানে
এত মাধুরতা সুবাসিত
অপূর্ব পুষ্পের অলংকারে।