মন মানে না কিছুতে মনে
একটু যদি দেখতাম তারে
অলসতার চাঁদর মুড়িয়ে
স্বপ্নের নীড় রচনা করতাম
রটনার বেশে ।
না হয় একটু দেখায়
ধরা দিলে কি বা হতো ক্ষতি,
পাগল হবার ফন্দিটা সব
মিটিয়ে দিতাম ততো ।
যদি পেতাম তাঁরে একটু কাছে
মাঁয়ার শিঁকল বেঁধে দিতাম
তাঁরই পায়ে,
বুঝিয়ে দিতাম তাঁরে আমি
কতখানি চাই আপন মনে ।
এত করে চাই যে তাঁরে
বোঝে না কি একটু মনে,
কষ্টে আমার জল এসে যায়
তাঁরে একটুখানি দেখার তরে ।
সব যাব যে ভুলে আমি
তাঁরে একটু দেখতে পেলে,
মরে গেলেও শান্তি পাব
তাঁরে যদি পাই দেখে যেতে ।
অন্তরের অন্তর্লতায়-
তাঁরে যে বেঁধে রেখেছি
আমার মনের আপন সীমায় ।
ভুলে যাবার সময় হলেও যে
ভুলতে পারবো না তাঁরে না দেখে,
তবু প্রাণ বারেবারে
তাঁরে দেখতে চায় একটু মনে ।
এতো করে ডাকি মনে
কেন এসে ধরা দেয় না
আমার কাছে,
সত্যি যদি আসতে না পারে
স্বপ্নের মায়ায় যেন সে এসে পরে,
আর যে পারি না সইতে
তাঁরে না দেখার প্রতিক্ষাতে ।
অবশেষে না যদি পাই তাঁরে
এই জগতে আর কাউকে না চাইব,
বিন্দাবনের কাছে শুধু প্রশ্ন রইবে
কেন ব্যার্থ হলো আমার জীবন ?
তাঁরে দেখার আকুলে ।