মিছে ভালো থাকার জন্যে কত স্বপ্ন দেখি
কত স্বপ্ন দেখে জীবন করি আন্দোলিত,
কখনো আনমনে উড়াল দেই স্বপ্নের দেশে
খুঁজে ফিরি স্বপ্নের বিলাসী সপ্তর্ষিতে।
কখনো মায়ার বন্ধনে বেঁধে রাখি
অতসী কাঁচের ঝলমলে রশ্নিতে,
নিষ্প্রভ নির্মল স্বপ্নের আশায়
দিবাস্বপ্ন আকঁড়ে ধরি এই অবয়েবের পাঁজর কাটাতে।
আহত ক্ষতের অবিরত বহে যাওয়া রক্তিম কণায়
স্মৃতির তরী তিক্ত করে প্রাণ কুটিরে,
প্রার্থনা তাই আশার আলো আমাকে মুক্ত করুক
অযাচিত স্বপ্নের দিব্য মূর্ছনা থেকে।