তোমার কাছে বায়না ধরে চাইবো ভালোবাসা
চাঁদের মতো নরম হয়ে দিও একটু আশা,
ভোরের শিশির যেমন চুমু খায় ঘাসে
তেমনি করে থেকো তুমি আমার পাশে।

চোখের ভাষায় বলো যতো না বলা কথা
হাতের ছোঁয়ায় লিখে দিও অনন্ত ব্যাখা,
ভালোবাসা চাইবো না দামি উপহারে
তোমার একটু সময় দিয়ো আমার বারে বারে।

তুমি শুধু থেকো পাশে, এইটুকুই চাওয়া
তোমার হাসির মাঝে হোক আমার ঘর-বাঁধা,
চোখে চোখ রেখে বলো-"থাকবো সারাজীবন",
এই বায়নাটুকু মেনে নিও, হে প্রিয়সীর মন।