আমায় কি সুখে কাঁদিয়ে দিলে যে হায়
দুঃখের মূর্ছনায় সুখ পালিয়ে বেড়ায়,
সুখের বাতি জ্বলে নিরবে,
শ্রাবণ বারি আসে নয়ন ঝরিয়ে,
সে শ্রাবণ সুখের বাতি নিভে যেতে চায় যেন ক্ষণেক্ষণে।
দুঃখ কারে বলে বুঝিনাই
সুখেরই ছায়ায় পরে,
ভালবাসা এসে তাই
সুখের ছায়া গেল দুঃখেরই সাথে উড়ে।
স্মৃতির পাতায় ছিল যত সুখ
সব যে দুঃখের পাতায় লিখে হল জমাট।