রক্তিম প্রভা ঝিলিক পড়ে পাখির কলধ্বনি।
ঘুমন্ত মন জেগে উঠে কাজের ছুটাছুটি।
চমৎকার জলবায়ু, নমনীয় জল-বৃষ্টি।


মৃত্তিকা ভেদ করিয়া মাঠ ভরা সোনালী ফসল।
চাষির মুখের বাঁকা হাসি উদাসীন মন।
সূর্য- ঝলকে! সবুজ পানে, নানান বর্ণের ফলমূল।


আমার দেশের মাটিতে প্রভাবিত আমার এ পরান।
প্রকৃতি একটু বৈরী হইলে তাতে নাহি অগতি ।
সম্প্রীতি আর ভালবাসার নাইকো সংশয়।


বর্ষণের সুরে বন্যা আনে বিভোল প্রাণের জাগরণ।
শিউলি-পলাশ ও কদম ডালে দোয়েল-ময়না নাচে
বিল-ঝিল জলরাশি শাপলা টলোমলো।


নদীর তীরে নৌকা চলে সুরের করতাল।
পদ্মার ইলিশে সুস্বাদে তৃপ্ত গণমানব প্রাণ।
কাঁঠাল ঘ্রাণে মুগ্ধ প্রাণ স্বাদে ভরপুর।


বসন্তের গহিনে আমের আচার তৃপ্ত নব বধূ।
ষড়ঋতু প্রবাহমান সৌন্দর্যের এই মাতৃভূমি।
নগর-শহর ব্যস্ত উন্নয়নের পুরী।