মা টাকা দাও
কেন টাকা চাও?
চাকুরি আবেদন করব
আর কত টাকা দিব?
তোর বাবার শারীরিক অবস্থা
সন্তোষজনক নয় রে
পূর্বের মতো নেই উপার্জন।
সরকারী চাকরী ভাগ্য আছে?
বয়স অনেক হলো
একটা কিছু কর বাবা
আমরা গরীব মানুষ ।
মায়ের কথা শোনে
চোখে আসে জল।
কি করব ভেবে না পাই
কোনো কাজ খুঁজে না পাই।
বিয়ের বয়স চলে যায়
চাকুরি না মিলে।
প্রতিবেশী আত্মীয় স্বজন
কত উক্তি করে।
গার্ল ফ্রেন্ড বলে,
শোনেছি তোমার অনেক কথা
এটা আমার শেষ কথা
আর নয় অপেক্ষা।
দরকার আমার একটা চাকরি
মিলবে তবে সকল শান্তি।