ঘন কুয়াশা ভেদ করে এলো বসন্ত
মনে জাগে ইচ্ছার রঙ্গিন স্বপ্ন
আমন্ত্রিত হইল ১৪ই ফেব্রুয়ারি
আজ বিশ্ব ভালবাসা দিবস।
ঘুম থেকে জেগে উঠে দেখি
ফোনের ইনবক্সে মেসেজ পরিপূর্ণ।
ফেসবুকের স্ট্যাটাসে  সকল আবেগ উড়ে
লাইক আর কমেন্টে  প্রাণ খুলে নাচি।
ম্যাসেন্জারের চ্যাটিংয়ে আজ যত কথার তরী।
বসন্তের ফুল  ফুটেছে  প্রেমের বাগিচায়।
লক্ষ-কোটি মন আজ প্রেমের ডানায়।
আজ জানিয়ে দিবে
তোমায় কত ভালোবাসি।  
রাস্তা আজ ভিড় জমেছে
কত রঙ আর সুরের ছড়াছড়ি
দিশে হারা ফুলের দোকান খুঁজি
পার্কের চারদিকে ফুচকার আসর
হস্তে হস্তে গোলাপের ছড়ি।
জোড়ায়-জোড়ায় ঘুরছে তারা
প্রেম-ভালোবাসায় আত্মহারা।
কারো মাঝে আনন্দের ঢেউ
কারো চোখে অশ্রু ভেজা নীরবতা
হারিয়ে গেছে সুখের পাখি।
আমার মনে কি বৃষ্টি আসবে না ?
অপেক্ষায় আছি চাতক পাখির ন্যায়।
তবুও নিজের সত্তাকে জেগে বলিব
সুখময় হোক আজকের দিনটি।