সৃষ্টিকর্তার কৃপাময় প্রভাবিত ফল,
তাহার মাঝে জন্ম নিয়েছ সেই তুমি।
ভাবনায় আত্মচেতনা জাগ্রত হইলে বুঝিবে নিশ্চয়।


সেই আমি গমনে সৌন্দর্যের  মায়ার স্থলে,
ৠণীত হইলাম বঙ্গ মাতার ঠাঁই।
বিনিময়ে কি দিলাম তোমায়?
যতই দিতেছ আমায় ,তবুও নই মোরা তৃপ্ত।
কখনো খেয়াল করিয়াছ, তুমি স্বার্থপর।


সকল অশুভ কর্ম করিয়া বর্জন,
অক্ষির জলে বরফ গলা নদী বয়ে,
ধৌত করিবে স্বয়ং মাতৃ স্থল।
পবিত্র হইবে  সকলি,
মনোরম লাগিব এ পৃথিবী।